গত ১৪ জানুয়ারি বৃহস্পতিবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর প্রথম কমিটি ঘোষণা করা হয়। নগরীর আইএবি মিলনায়তনে কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ এই কমিটি ঘোষণা করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নগর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি এম এম বিলাল হুসাইন, জেলা সভাপতি মাওলানা মো. তৈয়্যব, নগর সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার, জেলা সেক্রেটারি মাওলানা নুর হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, প্রতিষ্ঠালগ্ন থেকে কুমিল্লা মহানগরীর ২৭টি ওয়ার্ড জেলা শাখার অধীনে শহর কমিটির ব্যানারে কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। ২০২১ সালে কেন্দ্রীয় কমিটির নিয়ন্ত্রণে এই প্রথম মহানগর কমিটি ঘোষণা করা হয়।
- 223Shares
223