শুক্রবার (১৫ জানুয়ারী) বিকাল ৩টায় পাওয়ার হাউস মোড়স্থ আইএবি কার্যালয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও জেলার বার্ষিক সম্মেলন নগর সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লা’র সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম এবং জেলা সাধারণ সম্পাদক এনামুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, হাফেজ আসাদুল্লাহ আল গালিব, শেখ হাসান ওবায়দুল করীম, মোঃ ইমরান হোসেন মিয়া, ছাত্র আন্দোলন জেলা সভাপতি নাজমুস সাকিব, ইসলামী আন্দোলনের মাওলানা ইমরান হোসাইন, মোঃ সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, এসকে নাজমুল হাসান, শ্রমিক আন্দোলনের হেলাল উদ্দিন শিকারী , যুব আন্দোলনের আমিরুল ইসলাম, নাজিম ফকীর, ছাত্র আন্দোলনের আব্দুস সালাম জায়েফ, মাহমুদুল হাসান, ইব্রাহিম ইসলাম আবীর, মাহদী হাসান, মেহেদী হাসান মুন্না, আব্দুল্লাহ আল মামুন, আহমদ আবুবকর, বনি আমিন প্রমুখ।
সম্মেলনে আগামী ২০২১ সেশনের জন্য ইশা ছাত্র আন্দোলন নগর কমিটির সভাপতি হিসেবে মইনুল ইসলাম, সহ সভাপতি মইনুদ্দীন, সাধারণ সম্পাদক হিসেবে ইব্রাহিম ইসলাম আবীর এবং জেলা কমিটির সভাপতি হিসেবে নাজমুস সাকিব, সহ সভাপতি হিসেবে মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে এনামুল হাসান সাইদের নাম ঘোষণা করা হয়।
প্রধান অতিথি বলেন, ইশা ছাত্র আন্দোলনকে আগামী বিশ্ব জয় করতে হবে। ছাত্র আন্দোলনের প্রতিটি ছাত্রকে আগামী দিনের একেকজন এমপি, মন্ত্রী, সাংবাদিক হতে হবে। প্রত্যেক সেক্টরে ছাত্র আন্দোলনের দখলে থাকতে হবে। দেশকে দুর্নীতি, চাদাবাজি, রাহাজানি, সন্ত্রাস ও ধর্ষণমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
- 113Shares
113