মহসিন সাদেক লাখাই থেকে: লাখাইয়ে স্বাস্থ্য বিধি মেনে যথাযোগ্য মর্যাদায় উৎসাহ উদ্দীপনায় বিস্তারিত কর্মসুচির মধ্যে পালিত হলো ৪৯তম মহান বিজয় দিবস ২০২০।
লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসুচির মধ্যে প্রত্যুষে ৩১ব্র তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা ঘটে। পরে বেলা ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযোদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বত্তোম ব্যবহারের মাধ্যেমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরুস্কার বিতরন অনুষ্টান।
উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমারদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, সহকারী কমিশনার (ভুমি) ইয়াছিন আরাফাত রানা ওসি সাইদুর রহমান, বীর মুক্তি যোদ্ধা কেশব চন্দ্র রায়।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তেলাওয়াত করেন কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ,গীতা পাঠ করেন দেবাশীষ আচার্য্য। অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম , বীর মুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতি, প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ,উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবুল কাসেম, লাখাই রিপোটার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব বাহার উদ্দিন, উপজেলা অনলাইন প্রেস ক্লাব সভাপতি মহসিন সাদেক, সম্পাদক বিল্লাল। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরন করা হয় এবং ৮৪জন মুক্তিযোদ্ধাকে সম্মানী প্রদান করা হয়।